২০২০ সনে স্ট্যান্ডার্ড চার্টার্ডের আয় কমেছে ৩%

ব্যাংকবীমাবিডি || ২০২১-০২-২৬ ০৮:৪৬:৩৬

image

২০২০ হিসাব বছরে স্ট্যান্ডার্ড চার্টার্ডের পরিচালন আয় হয়েছে ১ হাজার ৪৭৬ কোটি ৫০ লাখ ডলার। ব্রিটিশ বহুজাতিক ব্যাংকিং ও আর্থিক সেবা প্রতিষ্ঠানটির এ আয় আগের হিসাব বছরের চেয়ে ৩ শতাংশ কম। ২০১৯ হিসাব বছরে স্ট্যান্ডার্ড চার্টার্ডের পরিচালন আয় ছিল ১ হাজার ৫২৭ কোটি ১০ লাখ ডলার। গতকাল প্রকাশিত প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আলোচ্য হিসাব বছরে স্ট্যান্ডার্ড চার্টার্ডের কর-পূর্ব মুনাফা হয়েছে ২৫০ কোটি ৮০ লাখ ডলার, যা আগের হিসাব বছরে ছিল ৪১৭ কোটি ২০ লাখ ডলার। ২০২০ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৫২ শতাংশ।

সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির নিট ইন্টারেস্ট মার্জিনের গড় দাঁড়িয়েছে ১ দশমিক ৩১ শতাংশ, যা আগের হিসাব বছরের চেয়ে ৩১ বেসিস পয়েন্ট কম। অবশ্য শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির নিট ইন্টারেস্ট মার্জিন আগের প্রান্তিকের তুলনায় ১ বেসিস পয়েন্ট বেড়ে ১ দশমিক ২৪ শতাংশে দাঁড়িয়েছে।

পুরো হিসাব বছরে স্ট্যান্ডার্ড চার্টার্ডের ক্রেডিট ইমপেয়ারমেন্ট ১৪০ কোটি ডলার বেড়ে ২৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে। আগের হিসাব বছরে এর পরিমাণ ছিল ৯০ কোটি ডলার।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১