শফিউল আলম খান চৌধুরী পূবালী ব্যাংকের নতুন এমডি

ব্যাংকবীমাবিডি || ২০২১-০২-২৩ ১২:১৭:৩৭

image

পূবালী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন শফিউল আলম খান চৌধুরী। ব্যাংকের সদ্য বিদায়ী শীর্ষ নির্বাহী মো. আব্দুল হালিম চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন তিনি। ব্যাংকের পরিচালনা পর্ষদ পরবর্তী ৩ মাসের জন্য তাকে এ পদে নিয়োগ দেয়, যা ২২ ফেব্রুয়ারি ২০২১ তারিখ থেকে কাযকর।

শফিউল আলম খান চৌধুরীর জন্ম ০৫ নভেম্বর ১৯৫৭ সালে, নেত্রকোনার মদন ‍উপজেলাধীন গোবিন্দশ্রী গ্রামের ভূইয়াহাটি পাড়ায়। পিতা ফয়েজুর রহমান খান চৌধুরী ছিলেন জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য, এবং মা খালেদা আক্তার খাতুন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা গ্রামের পুলিশ অফিসার আব্দুল ওয়াজেদ চৌধুরীর কন্যা। শফিউল আলম খান চৌধুরী এবং নাসরিন চৌধুরীর এক ছেলে, সামী-উল-আলম খান চৌধুরী, এবং এক কন্যা নূজহাত তাহলিল চৌধুরী নাওমী। বর্তমানে ঢাকায় গুলশানের নিকেতনে স্থায়ীভাবে সপরিবারে বসবাস করছেন তিনি।

শফিউল আলম খান চৌধুরীর প্রাথমিক শিক্ষা শুরু হয় নিজ গ্রামে, গোবিন্দশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মাধ্যমিকে কিশোরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, মোহনগঞ্জ পাইলট হাই স্কুলে অধ্যয়ন করেন এবং জাহাঙ্গীরপুর টি আমিন হাই স্কুল, মদন, নেত্রকোনা, থেকে ১৯৭২ সালে এসএসটি উত্তীর্ণ হন। এইচএসসি গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ, থেকে ১৯৭৪ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৭ সালে সমাজবিজ্ঞানে অনার্স এবং ১৯৭৮ সালে মাস্টার্স সম্পন্ন করেন। 

ব্যাংকার্স রিক্রুটমেন্ট এক্সামিনেশনের মাধ্যমে ১৯৮৩ সালে সিনিয়র অফিসার হিসাবে পূবালী ব্যাংকে যোগ দেন তিনি। কর্মনিষ্ঠা ও পেশার প্রতি নিবেদিতপ্রাণ শফিউল আলম খান চৌধুরী ২০০৬ সালে মহাব্যবস্থাপক, ২০১০ সালে উপ ব্যবস্থাপনা পরিচালক এবং ০১ জানুয়ারি ২০১৬ সালে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসাবে পদোন্নতি পান। ভারপ্রাপ্ত হওয়ার আগ পযন্ত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১