ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বাংলাদেশের এ বছর প্রবৃদ্ধি হবে ৪.৬ শতাংশ: আইএমএফ
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-১০-১৪ ২১:৩৫:২৮

বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ২০২১ সালে হবে ৪ দশমিক ৬ শতাংশ। আজ মঙ্গলবার আইএমএফ এর বৈশ্বিক ইকোনোমিক আউটলুকে এ তথ্য জানানো হয়েছে।

ওয়াশিংটনে বার্ষিক সভা উপলক্ষ্যে এই আউটলুক প্রকাশ করা হয়েছে। গত এপ্রিল আউটলুকে বলা হয়েছিল  প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ।

আইএমএফ প্রাক্কলনে বলা হয়েছে, ২০২১ সালে আগের প্রাক্কলনের চেয়ে প্রবৃদ্ধি শূন্য দশমিক ৪ শতাংশ কমবে।

একইভাবে ২০২২ সালে প্রবৃদ্ধির প্রাক্কলন কমিয়ে ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে হিসাব দেওয়া হয়েছে। এপ্রিলের প্রাক্কলন ছিল ৭ দশমিক ৫ শতাংশ।

আইএমএফের এই হিসাব দেওয়া হয়েছে পঞ্জিকা বছর ধরে তবে সরকার হিসাব করে অর্থবছর হিসাবে।

পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাব অনুযায়ি ২০২০-২১ অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৪৭ শতাংশ।

আইএমএফের সবশেষ অনুমান অনুযায়ী ২০২১ সালে ভারতের প্রবৃদ্ধি হবে ৯ দশমিক ৫ শতাংশ এবং পাকিস্তানের ৩ দশমিক ৯ শতাংশ। ২০২২ সালে ভারতের প্রবৃদ্ধি হবে ৮ দশমিক ৫ শতাংশ এবং পাকিস্তানের ৪ শতাংশ।

আইএমএফের পূর্বাভাস:২০২২ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি হতে পারে ৪.৪ শতাংশ
২০২১–২২ অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬.৪%: বিশ্বব্যাংক
ভিত্তিবছর পরিবর্তনে প্রবৃদ্ধি বেড়ে দাঁড়াল ৫.৪৩ শতাংশে